....দুঃখজনক....
লিখেছেন লিখেছেন মোহাম্মদ মুজিবুল হক ০৬ মার্চ, ২০১৬, ০৩:০৬:২২ দুপুর
... আমার বড় মেয়ে ও আমার ছোট ভাইয়ের বড় মেয়ে চট্টগ্রামের কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয়ে পড়ে. আমার মেয়ে নবম শ্রেনী আর আমার ভাতিজি সপ্তম শ্রেনীতে পড়ে. অন্যান্য দিনের মত আজও তারা যথাসময়ে স্কুলে যায় কিন্তু ঘন্টা দেড়েক পর ফিরে আসে.. অসময়ে স্কুল থেকে ফিরে আসার কারন জানতে চাইলে কান্নাজড়িত কন্ঠে উভয়ে জানায় শ্রেনীকক্ষে প্রবেশের পর সবাই যখন পিটি ক্লাশের প্রস্তুতি নিচ্ছিল তখন আমার ভাতিজির এক সহপাঠি অর্থাৎ সপ্তম শ্রেনীর এক ছাত্রী মাথা ঘুরে শ্রেনীকক্ষে পড়ে যায়. শিক্ষক কর্মচারীরা মিলে মেয়েটিকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান.. সবাইকে কাঁদিয়ে মেয়েটি মৃত্যুর কোলে ঢলে পড়ে. পরে জানা যায় মেয়েটি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিল মেয়েটির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে স্কুল সহ আশেপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করে তাই স্কুল কতৃপক্ষ ছুটি ঘোষনা করে. ১১/১২ বছরের এক কচি শিশু এভাবে চলে যাবে ভাবতেও বুকে কষ্ট লাগে মহান আল্লাহ ঐ শিশুকে জান্নাতবাসী করুন আর শোকাগ্রস্ত পিতামাতা ভাইবোন ও সকল স্বজনদের এই শোক সইবার তৌফিক দিন. মহান আল্লাহ আমির ফকির নির্বিশেষে সকলের সন্তানদের নিরাপদে রাখুন... আমিন... http://www.dainikazadi.org/details2.php?news_id=728&table=march2016&date=2016-03-07&page_id=1&view=0&instant_status=0
বিষয়: বিবিধ
১২৩০ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ এই ছোট শিশুটিকে মাফ করে দিয়ে জান্নাত নসীব করুন আর আমাদের সবাইকে হেদায়েত দান করুন - আমিন।
মন্তব্য করতে লগইন করুন